‘বাকি আছে’
অসিত ঘোষ
মধ্য গগনে সূর্য আলো
পশ্চিম প্রান্তে চলে যায়
এখনো আছে অনেক কাজ
তারপর নামবে সন্ধ্যা
তখন ভাববো দুঃখ কষ্ট।
নদীর ঢেউ মাঝপথে বাধা হয়
ঘুরিয়ে নেয় তার জলরাশি
পৌঁছাতে হবে তারে
মিলনসাগর সমুদ্রে।
লক্ষ্য কোনদিন বিভ্রান্ত হয় না
সঠিক জ্ঞান বিদ্যা বুদ্ধি
প্রস্তর খন্ড কে অতিক্রম করতে পারে
সর্প গতি সাধুবাদ জানাই।
এই মেঠো পথ কত দিয়েছে
ফসলেভরা আমার গ্রামের মাঠ
সবি শান্তির প্রতীক।
–~০০০XX০০০~–