বাসনা
রণজিৎ মন্ডল
বাসনা যখন যাতনাসম বিঁধিছে,
এ মনে নিশিদিন,
ভালোবাসা তখন নীরবে কাঁদে হৃদয়
পিঞ্জরে আশাহীন!
নীল নীলিমার সাদা মেঘ যখন কালোতে ঢাকে,
মৃয়মান আলোকে সূর্য লুকায়, অন্তরালে থেকে!
শ্রাবনের মেঘ ব্যথার সঞ্চারে
ঝিরিঝিরি রবে কাঁদে,
বাসনার আসন নিস্ফল ক্রন্দনে
ভিজিছে অন্য স্বাদে!
কে কাঁদিছে মনের গোপন গুহায় নীরবে একা,
খুজে খুজে ফিরি অনন্ত সমুদ্রে গুনে
গুনে ঢেউয়ের রেখা,
কূলে এসে শেষ সব স্বপ্ন বুকের
পাঁজর ফাকা,
অকূল সমুদ্রের তীরে বসে বসে বৃথা
যেন ঢেউ গোনা !
একটু শীতল একটু উষ্ণ আশার আলোয় ভোর,
ডানা মেলে মোর বাসনা তখন পাখির গানে বিভোর,
সব আশা হোক ভালোবাসা মোর ভরে যাক বাসনা,
সিক্ত করিয়া মন ভরিবে জীবন মুক্ত করি যাতনা।
–~০০০XX০০০~–