ওঠো জাগো
আগন্তুক
ওরে ওঠ তোরা জাগ,
ভোর যে হলো তিমির অবসানে !
সুমধুর সুরে গুঞ্জনে গুঞ্জনে,,পাখিদের কলতানে !
ঊষার আলোয় দিগন্ত ছড়ায়ে ,
ফুলের সুবাসে , আকাশ বাতাস ভরায়ে !
উৎচ্ছল ত্বরঙ্গে,,লাগায়ে দোলা প্রাণে প্রাণে !
পথ যে ডাকিতেছে তোরে ,
শত হাতছানিতে , চেতনার মুক্ত দ্বারে !
দূর কে নিকট,,অজানাকে জানার ত্বরে !
সময় যে বড়োই কম ,
ঘন কালো আধাঁর নামিতে পারে !
থাকিসনে ঘুমায়ে অচৈতন্যে,,আলস্যের হৃদক্রোরে !
আপনার লাগি আপনার ত্বরে ,
অসমাপ্ত সর্ব কর্ম সেরে !
বাঁচিবার মত করে বাঁচ,,একটু সর্বহারার হাত ধরে !
হারানোর ভয়ে থাকিস নে পড়ে ,
কাদিস নে একলা , গুমরে গুমরে !
কেউ দেবেনে সঙ্গ,,নিজেকেই উঠতে হবে পড়ে !
পারবি নে ভেবে থাকিস নে লুকায়ে ,
না করে লড়াই , দূরে সরে সরে !
তুই এই যে বিশ্ব এই অদৃশ্যে,,বাঁচিস নে ডরে ডরে !
পথে নাবলেই যে হবে পথ চেনা ,
হউক না অচেনা , থাক না সুদূরে !
কলুষ কালো সব মোছায়ে,,বাঁচ,বাঁচরে প্রাণ ভরে !
“””””””””””””””””'””