হৃদয় পদ্ম
রণজিৎ মন্ডল
যে বাসায় থাকি যে বসনে রাখি নিজেকে ঢাকিয়া গোপনে,
তোমাকেই দেখি, তোমাকেই
রাখি, তুমিই থাকো যে এ মনে।
অন্তর মম জাগিয়া থাকিয়া চাহিয়া
দেখে যে যতনে,
কে এলো দ্বারে, নিশি প্রহরে, দিবসেরও
আলো নয়নে!
হে মোর চিত্ত, দেখো যে নিত্য, যে রূপ
শয়নে স্বপনে,
সে আসি ধরা দিল যে ত্বরা কেন হৃদয়ে
নিরজনে!
মোহিত হৃদয়, আর নাহি চায় কাহারো
পরশ এ মনে,
যার লাগি মন, চঞ্চলক্ষণ বিরহে কাঁদিল
যাপনে !
ওগো সুন্দর, কর অন্তর, জাগ্রত আজি
শুভক্ষণে,
দিতে চাই আমি অঞ্জলি মম হৃদয় পদ্ম ও চরণে!
–~০০০XX০০০~–