#বড়দিন#
আগন্তুক
বল্গা হরিণের রথে চেপে ,
আসবে সান্তাক্লোজ !
মিটাতে ক্লান্তি , বাড়াতে শান্তি ,
কমাতে মনের বোঝ !
বছর শেষের দিনটি যে আজ ,
২৫ শে ডিসেম্বর !
তাই মন মেতেছে নূতন সাজে ,
পূলকের আড়ম্বর !
আজ থেকে দিন বড়ো হবে ,
যাবে রাতের আধাঁর কমে !
মনটাকেও মোরা করবো বড়ো ,
স্বার্থ ত্যাগের নামে !
মনোহরী সব উপহার সামগ্রী ,
আর কেক্ আহারে মাতবো !
পরহিততার প্রতিজ্ঞা বদ্ধতায় ,
সকলেই ব্রতী থাকবো !
–~০০০XX০০০~–