ওয়াল্টডিজনি,তোমারসৃজনী
প্রেমাঙ্কুর মালাকার
ওয়াল্ট ডিজনি, তোমার সৃজনী
শক্তি অপরিসীম!
গরিবী তোমাকে,দমাতে পারেনি,
থামাতে পারেনি হিম।
অতি প্রত্যুষে, হাড় হিমশীতে,
কাগজ বিক্রি সেড়ে-
খাটে আপ্রাণ,’রয়’ ও ‘ডিজন’,
হাল যদি কিছু ফেরে!
যুদ্ধে গিয়েছে, শেষে দুই ভাই,
‘ডিজনি’র ড্রাইভারি-
যুদ্ধের শেষে, ফিরে এলো দেশে,
কার্টুনে মাতে ভারী!
গরিব ছেলেটা,কার্টুন আঁকে,
যাদু তার পেন্সিলে –
সেই কার্টুনে, মজে দুনিয়ার,
বুড়ো-বুড়ি ছেলে-পিলে!
বিশ্ব মাতায়, ছোট্ট ইঁদুর,
‘মিকিমাউসে’র নাম-
‘বুদ্ধজাতকে’, মরা ইঁদুরেও,
মেলে লাখ টাকা দাম!
ওয়াল্ট ডিজনি, আজোতার ‘মিকি’
একটু হয়নি ফিকে-
মন্ত্রমুগ্ধ, করে শিশুদের,
দুনিয়ার দিকে দিকে!
–~০০০XX০০০~–