আলোর পারাবার
মৃনাল কান্তি বাগচী
তুমি আসবে বলে
জ্বেলেছি আলো আঁধার ঘরে,
সব আঁধার সরিয়ে ফেলে
লইবো তোমায় আপন করে।
ভুলে যাবো যত আছে
হৃদয়ে ব্যথা বেদনা,
তোমার মত করে
নেই
আমার একান্ত আপনজনা।
আপনজন ছাড়া জীবনে
সব লাগে ফাঁকা,
অনেক কিছু থেকেও
মনে হয় বড়ই একা।
দিন যায়,দিন আসে
আপনজন যদি না থাকে পাশে,
পুঞ্জিভূত মেঘ এসে
জমা হয় হৃদয় আকাশে।
সে মেঘ হৃদয়কে করে
ঘনিভূত আঁধার,
ভালোবাসা যদি পায় হৃদয়
আঁধার সরে গিয়ে, আসে আলোর পারাবার।
আলোর পারাবারে
জীবন ওঠে ঝলমলিয়ে,
জীবন সার্থক হয়
ভালোবাসার মানুষকে নিয়ে।।।
———–++++++———-