নিজস্ব বেদনা
মৃনাল কান্তি বাগচী
নিজের বেদনা
নিজেকেই সইতে হয় জীবনে,
কেউ কেউ হয়তো
হতে পারে সে বেদনার
সমব্যথী সামান্য ক্ষণে।
সেই কেউ কেউ বড়ই
বিরল এই জীবনে,
ব্যথাতুর হৃদয শুধু
সে কথাই জানে।
ব্যথা পেলে ভাঙে মন,
আপন জন ছাড়া
তা বোঝেনা কেহ।
অবুঝ মন খোঁজে ভালোবাসা
পেলে তাতে,শান্ত হয় তাপিত দেহ।
সে ভাগ্য সবার
সব সময় নাহি হয়,
নিজের দুঃখ, নিজেই
সইতে হয়।
বিধাতার যা থাকে অভিপ্রায়
তার অন্যথা হইবার
কিছুই নাহি উপায়।।।
-~০০০XX০০০~–