গোঁফ চুরি
আগন্তুক
ভিনদেশি এক রাজার রাজা ,
তার সবার সাথেই আরি
দুঃখ কেবল একটাই তার ,
গজায় না গোঁফ দাড়ি !
সেই শোকেতেই রাজা মশাইর,
ঘুম খাওয়া সব লাটে !
কালি চুলি মেখে মুখে ,
পড়ে থাকে ঘাটে !
হাজার রকম ক্রিম মাখে সে ,
তপ্ত রৌদ্রে বসে !
গোল্লা চোখে তাকিয়ে থাকে ,
কেউ যদি যায় কাছে !
অনুশোচনায় মন্ত্রী মশাই ,
সব পন্ডিত ডাকেন সভায় !
কি করে গোঁফ দাড়ি গজাবে ,
তার করতে হবে আগে উপায় ?
চিন্তা করে পণ্ডিতরা সব ,
ডাকলেন তীক্ষ্ণ নাপিত !
বললেন তারা লাগবে যে গোঁফ ,
করতে হবে তার হিত !
নাপিত মশাই শুনেই বললেন ,
এতো খুবই সোজা !
ভল্লুকের চুল গোছা করে ,
নাকের ভিতর গোঁজা !
তাই হইলো যা নাপিত চাইলো ,
রাজা মশাইর গোঁফ গজালো !
খুশ মেজাজে তা: দিয়ে গোঁফ ,
রাজা মশাই ঘোড়ায় ছুটলো !
দমকা হাওয়ার লেগে সুর সুরি ,
গোঁফ যেন কোথায় গেলো উড়ি !
না বুঝে তা বোকা রাজা ,
চেঁচিয়ে কইলো চুরি চুরি !
হৈ হুল্লোরের পড়লো ধুম ,
হাম্বা টিম্বা ডাম্বা ডুম !
গেছে চুরি রাজার গোঁফ ,
সেনাপতি তাকলো তোপ্ !
প্রজারা শুনে চুপটি বসে ,
খিল খিলিয়ে মুচকি হেঁসে !
বলছে সবে কেশে কেশে ,
যা; মাথাটা এবার পুরোই গেছে !
#গোঁফ চুরি#
আগন্তুক🕊️
ভিনদেশি এক রাজার রাজা ,
তার সবার সাথেই আরি
দুঃখ কেবল একটাই তার ,
গজায় না গোঁফ দাড়ি !
সেই শোকেতেই রাজা মশাইর,
ঘুম খাওয়া সব লাটে !
কালি চুলি মেখে মুখে ,
পড়ে থাকে ঘাটে !
হাজার রকম ক্রিম মাখে সে ,
তপ্ত রৌদ্রে বসে !
গোল্লা চোখে তাকিয়ে থাকে ,
কেউ যদি যায় কাছে !
অনুশোচনায় মন্ত্রী মশাই ,
সব পন্ডিত ডাকেন সভায় !
কি করে গোঁফ দাড়ি গজাবে ,
তার করতে হবে আগে উপায় ?
চিন্তা করে পণ্ডিতরা সব ,
ডাকলেন তীক্ষ্ণ নাপিত !
বললেন তারা লাগবে যে গোঁফ ,
করতে হবে তার হিত !
নাপিত মশাই শুনেই বললেন ,
এতো খুবই সোজা !
ভল্লুকের চুল গোছা করে ,
নাকের ভিতর গোঁজা !
তাই হইলো যা নাপিত চাইলো ,
রাজা মশাইর গোঁফ গজালো !
খুশ মেজাজে তা: দিয়ে গোঁফ ,
রাজা মশাই ঘোড়ায় ছুটলো !
দমকা হাওয়ার লেগে সুর সুরি ,
গোঁফ যেন কোথায় গেলো উড়ি !
না বুঝে তা বোকা রাজা ,
চেঁচিয়ে কইলো চুরি চুরি !
হৈ হুল্লোরের পড়লো ধুম ,
হাম্বা টিম্বা ডাম্বা ডুম !
গেছে চুরি রাজার গোঁফ ,
সেনাপতি তাকলো তোপ্ !
প্রজারা শুনে চুপটি বসে ,
খিল খিলিয়ে মুচকি হেঁসে !
বলছে সবে কেশে কেশে ,
যা; মাথাটা এবার পুরোই গেছে
#গোঁফ চুরি#
আগন্তুক🕊️
ভিনদেশি এক রাজার রাজা ,
তার সবার সাথেই আরি
দুঃখ কেবল একটাই তার ,
গজায় না গোঁফ দাড়ি !
সেই শোকেতেই রাজা মশাইর,
ঘুম খাওয়া সব লাটে !
কালি চুলি মেখে মুখে ,
পড়ে থাকে ঘাটে !
হাজার রকম ক্রিম মাখে সে ,
তপ্ত রৌদ্রে বসে !
গোল্লা চোখে তাকিয়ে থাকে ,
কেউ যদি যায় কাছে !
অনুশোচনায় মন্ত্রী মশাই ,
সব পন্ডিত ডাকেন সভায় !
কি করে গোঁফ দাড়ি গজাবে ,
তার করতে হবে আগে উপায় ?
চিন্তা করে পণ্ডিতরা সব ,
ডাকলেন তীক্ষ্ণ নাপিত !
বললেন তারা লাগবে যে গোঁফ ,
করতে হবে তার হিত !
নাপিত মশাই শুনেই বললেন ,
এতো খুবই সোজা !
ভল্লুকের চুল গোছা করে ,
নাকের ভিতর গোঁজা !
তাই হইলো যা নাপিত চাইলো ,
রাজা মশাইর গোঁফ গজালো !
খুশ মেজাজে তা: দিয়ে গোঁফ ,
রাজা মশাই ঘোড়ায় ছুটলো !
দমকা হাওয়ার লেগে সুর সুরি ,
গোঁফ যেন কোথায় গেলো উড়ি !
না বুঝে তা বোকা রাজা ,
চেঁচিয়ে কইলো চুরি চুরি !
হৈ হুল্লোরের পড়লো ধুম ,
হাম্বা টিম্বা ডাম্বা ডুম !
গেছে চুরি রাজার গোঁফ ,
সেনাপতি তাকলো তোপ্ !
প্রজারা শুনে চুপটি বসে ,
খিল খিলিয়ে মুচকি হেঁসে !
বলছে সবে কেশে কেশে ,
যা; মাথাটা এবার পুরোই গেছ
–~০০০XX০০০~–