“উন্মাদ ঝড়”
অশোক কুমার দাস
ক্ষিপ্ত ঘোড়ার মতো,
উদ্দাম উন্মাদ জাওয়াদ
ঘূর্ণিঝড়ের চোখ রাঙানিতে
ধুলিস্যাৎ জীবনের
পাতা থেকে কতজনের স্বপ্ন
দেখার সুখের ঘর।
নদীর বাঁধ ভেঙে
প্লাবিত বাড়িঘর।
তুমিতো নও উদার
তোমার দাপটে সব ছারখার
হুংকারে অত্যাচারে,
কত শতশত
নীড় ভেঙ্গে যায়
দিক হারা হয়ে
বিহগেরা সুমধুর কুজন হারায়।
ঝড়ের মুখেই নতুন ঠিকানা
খুঁজতে খুঁজতে,
ওরা দিকভ্রান্ত – বড় ক্লান্ত
অস্থির অশান্ত।
আমাদের এই সুন্দর পৃথিবীর
উন্নত বিজ্ঞান
পেরেছে দিতে ঝড়ের উৎস সন্ধান,
করেছে অনেক অনেক কিছুই দান।
করেছে কি তবে কোন
ঝড়ের তুফান রোখার মতন,
আশ্বাসবাণী দান?
আমাদের এই উন্নত বিজ্ঞান।।
–~০০০XX০০০~–