মায়াবী স্বপ্নলোক
প্রেমাঙ্কুর মালাকার
কালিকোট’ থেকে, রেল ছুটেচলে,
চিল্কার কোল ঘেঁষে –
উঁচু উঁচু ঢেউ, চিল্কার বুকে,
খিলখিল ওঠে হেসে!
সূর্যকিরণে, চিল্কার বুকে,
তরল রূপোর স্রোত!
জেলে নাও বায়, জলেই জীবন,
জড়িত যে ওতপ্রোত!
চিল্কার রূপ! সে কী অপরূপ!
ফেরাতে পারিনা চোখ –
সাগর পাহাড়, আকাশের নীলে,
মায়াবী স্বপ্নলোক!
–~০০০XX০০০~–