বেড়িয়ে ফেরা
অনিমেষ চ্যাটার্জি
************
পুঞ্জ পুঞ্জ মেঘের মাঝে,
ভর করে দুই ডানায়,
নীল আকাশের বুকটি চিরে,
পৌঁছনো ঠিকানায়।
শূণ্য মাঝে এক বুক শ্বাস,
খুশির ছোঁওয়া প্রাণে,
হাওয়ার সাথে ফিসফিসানি,
গল্পে এবং গানে।
রোদের ঝিলিক মেঘের গায়ে
রঙের খেলা কত,
তারই মাঝে বেড়ায় উড়ে,
স্বপ্ন ছিল যত।
বেড়িয়ে ফেরা মায়াপুরী,
মেঘের ওপর দিয়ে,
সূর্য যায় হাতটি ধরে
সম্ভাষণ জানিয়ে।
–~০০০XX০০০~–