বাদলা দিনের কাব্য
কাকলি ঘোষ
টাপুর টুপুর বাজায় নুপুর
শিশিরে জল ছাপ
বৃষ্টি ভেজা মেঘলা আকাশ
মানেই মন খারাপ।
চিকন চিকন ভোরের আলো
দু চোখ ঘুম ঘুম
পুব আকাশের কপাল জুড়ে
একটুকু কুমকুম
নরম নরম কলার পাতায়
মুক্তো ফলের দানা
লাজুক লাজুক কলমি শালুক
ভেজা ফিঙের ডানা।
মিঠে মিঠে ভোরের বাতাস
আলতো ছুঁয়ে যায়
ঘোমটা খুলে ঝুমকোলতা
উদাস চোখে চায়।
উতল উতল বাদল ধারা
কি কথা যে কয়
এমন দিনে একলা ঘরে
মন কি বশে রয় ?
–~০০০XX০০০~–