আমি তোমার
আগন্তুক
নাই বা বাসিলে ভালো ,
নাই বা ডাকিলে কাছে !
নাই বা ধরিলে হাত ,
সে ভাবে কাছে এসে !
তবু আমি তোমারই রবো ,
তোমারেই ভালো বেসে যাবো..!!
নাই বা ভাবিলে মোরে ,
নাই বা রাখিলে হৃদয়ে !
নাই বা চলিলে পথ ,
এক সাথে পায়ে পায়ে !
তবুও তোমার ছায়ায় ছায়ায় রবো ,
তোমারেই ভালো বেসে যাবো.. !!
আমারে কাদায়ে যদি ,
তুমি সুখ পাও !
তবে মোরে তুমি বন্ধুঃ ,
যত খুশি দুঃখ দিয়ে যাও !
আমি তোমার শুখেতেই , নিজেরে বিলায়ে দেবো ,
সব ব্যাথা সয়ে সয়ে তোমারেই ভালো বেসে যাবো..
আমি তোমারে সপেছি প্রাণ ওগো ,
তোমারে সপেছি মন !
আমি তোমার তুমিতে হারিয়ে ফেলেছি ,
যা ছিলো নিজো আপন !
আমি নিশীথে দিবসে শয়নে স্বপনে ,
মরু প্রাতে আকাশ পানে !
আঁখি মন পাতিয়া , চাহিয়া চাহিয়া রবো !
জনমে জনমে শুধু ,
তোমার তোমারেই , ভালো বেসে যাবো.
–~০০০XX০০০~–