হ’ব না বিক্রি
✍️শিব প্রসাদ হালদার
ওদের মোকাবিলায় হয়েছি বড় ক্লান্ত
আমি সেই দিন হ’ব শান্ত
যেদিন ওদের আস্ফালন হবে স্তব্ধ
আমি করবই ওদের জব্দ।
ওদের ভূল চায়না করতে স্বীকার
আমি রুখবো ওদের অনাচার
নিজেদের স্বার্থেই ওরা চলে
আপন মন্দকেও ভালো বলে
ওদের দলে ভিড়েছে কত দুর্জন
তাই ক্ষিপ্ত হয়েছে জনগণ
ওদের যত অপকীর্তি
আর দেব না হোতে পুনরাবৃত্তি
যতই হানুক খড়্গ খাঁড়া
আমি কিছুতেই বিকাবো না শিরদাঁড়া
শান্তির পক্ষে সমাজের হয়ে
লড়ে যাব আমারণ
যায় যদি যায় যাবে
আমার এই জীবন—–!!
–~০০০XX০০০~–
সুধী পাঠক মন্ডলীর সুচিন্তিত মন্তব্য প্রত্যাশা করি। সকল পাঠক বন্ধুদের জন্য রইল শুভেচ্ছা