উদ্বাস্তু জীবনের চালচিত্র
কিশোর বিশ্বাস
সিক্তা কাজের থেকে বাড়ি আসতেই ছেলে বলল মা মাছ এনেছ? সে বলল না বাবা। ছেলে কাঁদতে আরম্ভ করল। কত দিন ধরে ছেলেটা মাছ মাছ করছে অথচ সে রোজ দিন বাজারে বাবুদের কত মাছ কেটে দেয়।কিন্তু কি দিয়ে মাছ কিনবে? উদ্বাস্তু হয়ে রেল লাইনে বাস, তার উপরপ্যারালাইজড স্বামী, তার ওষুধ পত্র,তিনটে পেট।তার আর বাঁচতে ইচ্ছা করে না, পাশ দিয়েই ঝমঝম করে ঘন্টায় ঘন্টায় গাড়ি যায় কিন্তু পারে না এদের দিকে চেয়ে ই পারে না। তবু আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, সে ছেলেকে বুকে জড়িয়ে কাঁদতে আরম্ভ করল। মাকে কাঁদতে দেখে হঠাৎ ছেলে কান্না থামিয়ে মাকে চুমু খেতে লাগলো। মা তুমি কেঁদ না,
এই তো আমি মাছ খাচ্ছি, কত মাছ খাচ্ছি, তোমার সারা গায়ে মাছের গন্ধ মা।
–~০০০XX০০০~–