নিশ্চিহ্ন
রণজিৎ মন্ডল
সূর্যটা ঘুরতে ঘুরতে অনেক
দূরে চলে গেল,
রেখে গেল হিমেল হাওয়ার
পরশ আর নিয়ে গেল আমার উষ্ণতা ও
আশার আলো।
আমি হয়তো আরো শীতল হব
আরো সূর্যকে চাইবো, চাইবো আরো উষ্ণতার আলো।
কে দেবে, কে জ্বালবে প্রাণের প্রদীপ
যে প্রদীপে জ্বলবে আমার আশার
আলো!
অকুন্ঠ ভালোবাসা, নিস্তেজ আলোয়
হারাবে পথের দিশা, যতই চাইবো
ধীরে ধীরে সরে যাবে দূরে, অনেক দূরে
যেখানে নীল নীলিমা মেশে সূর্য হারানোর দেশে,
বরফ হয়ে জমে রইবে আমার সব উষ্ণতা,
সব নিমেষেই যেন হারিয়ে গেল!
রক্ত মাংস ও হাড় গুলো থেকে ঝরে
পড়বে শেষ ভালোবাসার চিহ্ন,
সেই কবে আমাকে দেখেছিলে সূর্যের
আলোর মত তেজ,
সেই কবে এসেছিলে আমার পাশে
ফুটে উঠেছিল মনে ভালোবাসার
আমেজ,
আজ আর খুজে পাই না তাকে, সে
হারিয়ে গেছে আমার নিরুত্তাপ,
নিঃসঙ্গতাকে আরো করে দিয়ে হিমশীতল কালো!
আবার যখন সূর্য আসবে ঘুরে,
যদি আবার আলো দেয় আমার শরীরে,
ডাকবে কি আমায় কেউ আগের মত
করে, না ডাকবে না, আমি যে তখন
অন্ধকারের আলো,
মরীচিকার মত ধরা ছোয়ার অন্তরালে
শুধুই উত্তাপহীন আলো!
যার গন্ধ, বর্ণ,ক্ষীন থেকে ক্ষীণতর দুপ
দুপ,
এই আছি এই নেই, শেষ হবে শেষ প্রদীপের মৃয়মাণ রশ্মি, সে আলোয়
আশা নেই, ভালোবাসা নেই, রক্ত মাংস
নেই, শুধু কংকালসার জীবনের ছেড়া
কাটা, দুর্গন্ধময় অস্তিত্ব ছাই হয়ে মিশে যাবে বাতাসে,
নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভালোবাসার সব
ভালো !
–~০০০XX০০০~–