কেউ যুদ্ধের খোঁজে,
কেউ শান্তির খোঁজে!
প্রেমাঙ্কুর মালাকার
শান্তনু বলে, কেন যোগ দিলে,
ভারত-ফৌজে এসে?
বিজয় জানায়, বিয়েও করিনি
যুদ্ধকে ভালবেসে!
বিজয় করলে, পাল্টা প্রশ্ন,
তুমি কেন সেনাদলে?
শান্তনু বলে, আমি বিবাহিত
ঘরেযে লড়াই চলে!
শান্তিকে আমি খুব ভালোবাসি
ফৌজে এলাম তাই-
নিত্যি ঝগড়া! শান্তির খোঁজে
যুদ্ধেই যেতে চাই!
–~০০০XX০০০~–