কবির ভাবনা
মৃনাল কান্তি বাগচী
কবি তার নিজের জীবনের
কথা শুধু লেখেন না
অন্যের জীবনের কথাও
লিখতে ভোলেন না।
হৃদয়ের অনুভূতিই
তাঁর লেখার সম্বল,
যাঁর লেখা যতটা সমাদৃত হয়
পাঠকের কাছে, তিনি ততোটাই সফল।
ব্যর্থতা সফলতা আছ
প্রতিটি মানুষের জীবনে,
তার অন্যথা হয়না
কবিদের জীবনে।
কবির ভাবনায় থাকে
মানুষের হৃদয়,
তেমনি করে থাকে
যা কিছু আছে এই বসুন্ধরায়।
প্রকৃতির রঙ,রূপ, রস,গন্ধ
কবির চোখ এড়ায়না,
সাধ্যমতো কবিতায় তুলে ধরতে
কখনো কসুর করেননা।
মানুষের হৃদয় নিয়ে
কবির থাকে হাজারো ভাবনা,
কবিতায় সেই ভাবনাও
তুলে ধরতে ভোলেননা।
কেউ কেউ ভাবে কবি যা লেখেন
তাঁর জীবনের নিজস্ব ঘটনা,
যারে এ কথা ভাবে
সবটাই তাদের নিজস্ব ভাবনা।
কবির ভাবনা সমাজের
সকল মানুষদের নিয়ে,
এ কথাটি বুঝেছি আজি
মোর হৃদয় দিয়ে।।।
———–+++++++———-