স্কুল ভাল, বন্ধ থাকলে
প্রেমাঙ্কুর মালাকার
বলো তো বুবাই, কেমন লাগছে
নয়া এই ইসকুলে?
নতুন বন্ধু! কত মজাদার!
দোলনায় দুলে দুলে!
খেলতে খেলতে, পড়ায় এখানে
ইসকুল নয় জেল-
দিদিমণিরাও মারেনা বকেনা
খেলায় মজার খেল!
বুবাই বললে, এখানে এলেই
মন করে হাকুপাকু-
শুধু ইসকুল বন্ধ থাকলে
খুব ভালো লাগে কাকু!
–~০০০XX০০০~–