মরণ যন্ত্রণা
রণজিৎ মন্ডল
কি হবে আর কি হবে না,
ভেবে কোন কূল পাবে না,
যত সময় আছে বেলা,
সাঙ্গ কর কাজের খেলা,
টের পাবে না ডুবলে বেলা,
অন্ধকারে অন্ধ হয়েও কাজ
যে তোমার শেষ হবে না।
মরবে ঘুরে একা একা সাথে
তোমার কেউ রবে না!
মরণ হলে স্মরণ সভার
কি দাম থাকে তোমার
আমার, ফুল মালাতে ঢাকবে
ছবি, যে গেছে সে আর আসে না।
যা গোছাবার নাও গুছিয়ে,
ডুবলে আমি অন্ধকারে, যাবে
তোমার সব পিছিয়ে,
সামনে এসে বলবে তোমায়,
কেন তোমার মরণ হয় না!
ছিচকে কাঁদন আর কেঁদ না,
যতই কাঁদো এই কাঁদনে কারো
চোখে জল পাবে না।
সাহস যদি থাকে এসো,
আমার হাতটি ধরে বস,
অন্ধকারে ডুববো যখন
যেন আমার হাত ছেড়ো না।
যেমন আছি একসাথে আজ,
ডুবেও বেঁচে দেখবে সে সাজ,
কোনদিনই আলোয় থেকে
ভুগবে না আর সে যন্ত্রণা।
যা আছে আজ তোমার আমার,
কাল হবে সব আপন জনার,
বাঁচলে তারা কেউ পাবে না।
মরলে হবে সবই তাদের,
রক্ত দিয়ে গড়া যাদের,
ডুবলে বেলা তাই একেলা
সইতে হবে মরণ যন্ত্রণা !
–~০০০XX০০০~–