অন্তহীন
শ্যামাপ্রসাদ সরকার
তুমি বলেছিলে একা হয়ে গেলে,
চারপাশ ঘিরে নেবে নিশ্ছিদ্র শূন্যতা!
ডেকে নেবে জন্মান্তর আগে
কোন এক বিষমুক্ত স্বপ্নিল জঠরে!
অনামী ফুলেরা যেমন,
অকারণে সৌরভ ছড়াতে ছড়াতে খেলা করে
ডেকে নেয় পাখিদের সুর,
তার সাথে প্রতিটি একাকীত্ব
লড়ে যায়! দূর্বল হয়ে, হেরে যায় শেষে!
এখনও গাঙুরের জল বেয়ে
মনসাভাসান নিয়ে একা মেয়ে
ভেসে যায় ; দিকচক্রবালপানে
উপুড় হয়েছে দিনান্তের শ্রম,
তার পরও, জেগে থাকে অন্তহীন প্রেম
স্বচ্ছতম পৃথিবীর বুকে।
জীবন ফুরিয়ে গেলে, যাবে..
তবু অন্তহীন ভালবাসা বেঁচে থাকবে এখনো!
–~০০০XX০০০~–