মনের কাছাকাছি
মৃনাল কান্তি বাগচী
রূপের মাঝে অরূপ তুুমি
নাইবা পারলাম তোমায় আপন করতে,
দূর হতে তাই আজও
ভালো লাগে তোমায় আপন ভাবতে।
কল্পবিলাসী মন আমার
ভেসে চলেছি তোমার প্রেমে
তোমারই অজান্তে,
নাইবা হলে এ জীবনে
আমার তুমি, রইলে না ছোঁয়ার প্রান্তে।
দৃর যতই দূর হোকনা কেন
তবুও রাখছি তোমায় মনের কাছাকাছি,
নাইবা হলো তোমার সাথে
এ জীবনে চলা পাশাপাশি।
স্বপ্ন রাজ্যের কল্প মানসী হয়ে
তুমি থাকো মোর এই জীবনে,
না পাওয়ার মাঝে পাওয়ার সুখ
খুঁজে পাবো তোমারই মাঝে, তোমারই অজান্তে।।।
———- +++++++———