ধোঁয়াশা!!
আগন্তুক
“”””‘””””””””‘””
রোজই বলিস আসছি আসছি ,
আসিস না যে তুই !
একটা বার আয়না কাছে ,
তোকে একটু ছুঁই !
বন্ধ চোখে থাকিস কাছে ,
চোখ খুললেই দূরে !
যতই কাছে যাই আমি তোর ,
ততই যাস তুই সরে !
স্বপ্নে কত আদর করিস ,
বুকের ভিতর রেখে !
কপালের ঘাম দিস মুছিয়ে ,
আঁচলে সোহাগ মেখে !
আয়না তেমন বাস্তবেতে ,
আমার জীবন মাঝে !
রাখবো তোকে মহাসুখে ,
থাকবি পরীর সাজে !
এলোকেশ তোর আধাঁর নামা ,
তপ্ত রৌদ্রের ছায়া !
কণ্ঠস্বরে প্রাণ যে দোলে ,
গভীর প্রেমের মায়া !
তোর নীলাভ দুটি আখির মাঝে ,
কতোই না স্বপ্ন আঁকা !
তোর টোপ খাওয়ানো হাসি দেখেই ,
আমার বেচেঁ থাকা !
আয়না কাছে একটি বারে ,
একটু তোকে ছুঁই !
স্বপ্নে নাকি সত্যি সত্যিই ,
হৃদয় জুড়ে তুই !!
–~০০০XX০০০~–