স্মৃতি কথা বলে হেমন্তের রাতে
স্মৃতি চট্টোপাধ্যায় সমাদ্দার
মৃত্যুর মতোন ভালোবাসা ছাড়া
পৃথিবীর তলে আর কিছু নাই।
হেমন্তেরা আঙুল জড়ায়
ইশারায় বলা বলি করে
কোনো শব্দ নাই। মৃতেরাও চলে , ফেরে,
নিঃশব্দ চরণে
মৃত্যুর নৈঃশব্দ্য থাকে শব্দ নাই কোনো।
তবু দেখো, দেখিবার তরে
অন্ধ চোখে রতি খেলা করে, স্মৃতিরাও
ঝরে পড়ে শিশিরের সুরে।
আকাশের তারা গুলি সাম সুরে গেয়ে বলে
” মৃত স্মৃতি ভীষণ বিস্ময়,
মধ্যরাতে হেঁটে চলো যাই অঘ্রাণের দেশে,
সেখানে এখনো জমে প্রণয় কুয়াশা,
স্নেহ,প্রীতি, কিছু কিছু আজো ঝরে থাকে
নির্বেদ সোনালী সে মাঠে। মানুষীরা মিলিবে
সেথায় মানবের সাথে, কোনো এক হেমন্তের রাতে..”.
–~০০০XX০০০~–