স্বপ্ন সুন্দরী
রণজিৎ মন্ডল
অনাবিল আনন্দ বুকে লইয়া
স্মরণ করি তাঁরে,
যাহা পাই না কখনো কাহারো
দ্বারে,
চপল আঁখিতে, হাতের রাখিতে
স্মৃতির বীনাতে বাজিছে আজও
সেই সুরে।
যেন নাচাইছে সাঁপুড়ে কোন নাগিনী
বাজাইয়া বাশি অনেক দূরে।
দূর দূরান্তে, কোন্ দিগন্তে মেলিয়া
নিজেকে স্বপ্নে পাখায় উড়ে,
সারা নিশি জাগি, হতে চাই ভাগী
নিতে চাই জীবন ভরে।
দিবস রজনী আলো আঁধারের মণি,
বজ্র নিনাদে প্রাণ ভয়ে,কাপিছে ফণি,
জীবন রাখি বাজী দিতে সব রাজী
নিজেকে নিস্ম করে।
ত্রিগুণ ধারিণী, কোন রণাঙ্গিণী,
এলোকেশি মাতঙ্গিণী, আমার জননী
নাচিছে লহরী পরাইয়া ভক্তির বেড়ী
ত্রিভূবণ ধরি উন্মাদস্মরে।
চাই যে তোমারে মনের ঘরে
জ্বালিতে প্রদীপ চিরসুখ তরে,
বক্ষে রাখি তোমারি চরণখানি
শুনাও ভূবনে শান্তীর বাণী,
থামুক প্রলয়, শান্ত মলয়,
আসুক ফিরে।
তোমার শক্তি আমি,
আমার শক্তি তুমি,
মিলিত শক্তি শান্তীর ভূমি,
রক্তিম অগ্নিশিখায় নাও
বিষ চুমি,
দাও ভক্তিরসে ভরে দুহাত
বিশ্ব দরবারে।
অনাবিল আনন্দ উঠুক ভরে
তোমায় স্মরণ করে।
–~০০০XX০০০~–