ভালো থেকো
আগন্তুক
“””””””””””””
শুধু বলবো ভালো থেকো!
যে জনা মনের অন্তরায়,
কিংবা চোখের আড়ালে দূর সীমানায়..
সবাই ভালো থেকো……
কি পেয়েছো!কি পাবে!
কি ছিলো আর কি হারাবে!
ছুটে হিসেবের পিছে,ভেবোনা মিছে!
হাসিতে খুশিতে থেকো তাই নিয়ে,
যেটুকু তোমার আছে…….
প্রযোজনাধীক আশ না রেখে,কর্মরতয় মত্ত থেকে,
জীবনে এগিয়ে চোলো!
ক্লান্তির মাঝেও ভালো আছি,মনে মনে শুধু বোলো,
তবেই থাকবে ভালো!
পথটা খুবই নয়কো ছোট,নয়কো ভীষণ বড়ো!
থেমে যেওনা হোচট্ খেয়ে,হয়ে জড়োসরো!
ধৈর্য্য ধরে নূতন করে আবার চেষ্টা কোরো।
পর না ভেবে চাপটি করে,আগানো হাতটা ধোরো।
ভালো থেকো…….
কেউ নয় পর নিকট দূরে,আপন করে দেখো!
একলা দূরে অসহায় যেজন, তাকেও কাছে রেখো।
সর্ব কলোহের সর্ব প্রহরে……
সবাই ভালো থেকো……….
শুধু ভালো থেকো………….
–~০০০XX০০০~–