খাইবার পাস
প্রেমাঙ্কুর মালাকার
ভারতের সংসদে এম.পি.দের জন্যে ভর্তুকি ক্যান্টিন চালু ছিলো
নানা সমালোচনায় যেটা উঠে গেছে। আজ আর নেই। সেই মর্মে
“খাইবার পাস” নামে আমার একটি কবিতাঃ-
কোটি কোটি টাকা পেটপুজোতেই
ভর্তুকি একরাশ!
সাংসদদের চলে ক্যান্টিন
যেন ‘খাইবার পাস’!!
চোদ্দো টাকায় মেলে বিরিয়ানি
দুই টাকা প্লেট ভাত!
দেশের লোকের করের টাকায়
ভুরি-ভোজ সাক্ষাৎ!!
বারোশো বিরাশি টাকার খাবার
একশত ছত্রিশে!
সাংসদদের কত দ্বিচারিতা
এর সাথে আছে মিশে!!
সারে ভর্তুকি গ্যাসে ভর্তুকি
সবখানে কাটছাঁট!
ক্যান্টিনে খায় ভর্তুকি খানা
সাংসদ যত লাট!!
লাখ লাখ টাকা বেতন পাচ্ছে
সাংসদ প্রতি মাসে!
করের টাকায় ভর্তুকি খানা
গিলে যায় গো-গ্রাসে!!
ভারতবর্ষে কত মানুষের
দু-বেলা জোটেনা খানা!
সাংসদদের ভোজে ভর্তুকি
কোটি কোটি টাকা টানা!!
করের টাকায় ভোজে ভর্তুকি
কতখানি নৈতিক?
রাজা নেই দেশে তথাপি রয়েছে,
তা-বড়ো রাজনীতিক!!
“জনগণ করো কৃচ্ছসাধন”-
সরকারি উপদেশ!
ক্যান্টিনে চলে ‘হরির লুটের
বাতাসা বিলোনো বেশ!!
–~০০০XX০০০~–