কবির সার্থকতা
মৃনাল কান্তি বাগচী
কবির হৃদয়ে সুপ্ত থাকে অনেকেরই মনের কথা,
বিভিন্ন আঙ্গিকে প্রকাশ করতে পারলে তাতেই কবির সার্থকতা।
যার জীবনের সাথে মিলেমিশে একাকার হয় কবির লেখা,
কবির জীবন ধন্য হয়ে যায় অনুভবের সেই দেখা।
কবি যা লেখে তা সব সীমাবদ্ধ নয় তার ব্যক্তি জীবনে,
অন্যের জীবনের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টাও থাকে কবির কলমে।।।
——— ++++++ ———