মা গো
মণিকা বড়ুয়া
মা গো, ছেয়ে আছে
ধুলো বালি পরিপাটি
নেই শুধু ছাত্র ছাত্রী
পিঠে ব্যাগ হাসিখুশি।
নেই শিশু কলতান
নদীর ঐকতান
ঘুম হারা মা ও সন্তান।
মা গো, শেষ করো করোনা পা
মানুষের হোক জয়
দাও অভয় আত্মা!
হাততালি সমাজ
মণিকা বড়ুয়া
এখানে নেই শিশু ধমনী
নেই প্রজনন সময়
নেই শরীরের সাথে শরীরের কথকথা
শিরায় উপশিরায় শুধু কান্না
ভবিষ্যৎ শুধুই শূন্যতার জমি!
হাসি ও হাততালির নীচে জমানো যন্ত্রনা
তুমি কি দেখেছো?
পরান পুড়িয়া যায়,ওগো বন্ধু।
এখানে গভীর অরণ্য বুনেছে পা
এখানে চাঁদের আলো যে শুকনো গাঁ
এখানে পূর্ণিমা নেই,
শুধুই অমাবস্যা
ঘরে ঘরে শূন্যতার ছবি আঁকা!
–~০০০XX০০০~–