“স্বপ্ন পরী”
¤●¤●¤●¤●¤●¤●¤
–:: রঞ্জিত চক্রবর্ত্তী ::–
তোমার হরিণ টানা চোখটিতে
বিঁধেছ আমার পরাণ টিকে
রাতে দিনে – খনে খনে
আসছোযে মোর প্রাণে মনে,
উড়ছো আমার হৃদয় শিখায়
ভরিয়েছো যে মোর মনটিকে
তোমার হরিণ টানা চোখটিতে।।
ওড়ণী জরানো ওগো সুন্দরী
রূপেতে যেন সাক্ষাত পরী
ওগো রাণী – আমি জানি
ভালো বাসো আমায় তুমি,
লাল শিখারই রূপেতে তোমার
জুরিয়েছো যে মোর প্রাণটিকে
তোমার হরিণ টানা চোখটিতে।।
বোঝাই তোমায় কেমন করে
আমার মনের জ্বালা টিরে,
বারে বারে – যাওযে সরে
ধরতে গেলেই তোমার হাতটিরে,
তোমার প্রেমের বানেতেযে আজ
কেন ভাসালে মোর হৃদয়টিকে –
তোমার হরিণ টানা চোখটিতে ??
••●●◆XX◆●●••