স্বপ্নের সরলরেখায়
স্বাগতা ভট্টাচার্য
এ”ভাবেই কি কেটে যাবে লণ্ডভণ্ড রাত অখণ্ড অপেক্ষায়! করতলে বিষাদ সাগর। শব্দহীন রূপকথা লেখা থাক শিশির ভেজা শহরের কোলে। আদিগন্ত বিরহ জড়িয়ে অভিমানী কিছু পিপাসা সংকেত। কিছুই তো হলোনা বলা।
ঘুমপোশাকে লুকিয়ে রেখেছি বুভুক্ষু চাঁদ আর আগুনের নদী। একটাই তো আকাশ আর উষ্ণতা জড়ানো মেঘেদের পাহাড়। সেই উদাসীন বাঁশি আর তছনছ হয়ে যাওয়া কিছু অভিমান।…
অমৃতের সুরাপাত্র হাতে তুমি এলে অগোছালো কবিতার মতো। ক্লান্ত দু’চোখে মায়ালু বিষাদ। ওষ্ঠভাঁজে আসন্ন বিপ্লব। হৃদয় জুড়ে স্বপ্নীল পটভূমি।
তৃষ্ণার্ত গ্রীবাটুকু ছুঁয়ে দিলে উষ্ণ আবেগে। মন ফাগুনে উথালপাথাল। তারপর অর্গলহীন ভেজা ভেজা সুখ বৃষ্টি পালকে মৃগনাভী ছুঁয়ে কিজানি কোথায়!…
কিজানি কোথায়!…
ঘুম ভেঙে গেলে যোজন দূরত্ব মাপি অসহ্যযাপনে।…
তুমি আমি সমান্তরাল
একলা অক্ষরবিন্যাসে।…
–~০০০XX০০০~–