সম্পাদকীয় —
আবার দীর্ঘ একটি বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এলো— শারদীয়া ১৪২৮, আজ মহালয়ার পুণ্য তিথিতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আবাহনে প্রকাশিত হলো আমাদের ‘সবুজ স্বপ্ন’ উৎসব-সংখ্যার অনলাইন সংস্করণ।
অন্ধকারের শীতল স্পর্শ এবং অস্থির সময়ের ভয়ংকর চোখরাঙানি উপেক্ষা করে আমরা এগিয়েছি। বিভিন্ন সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সময় তার উৎসাহ-উদ্দীপনার অর্থবহ দিকটি বিস্মৃত হতে দেয়নি। সম্মিলিত আয়োজনে সেই আশা আকাঙ্খার ক্ষুদ্র আলোকবর্তিকাটিকে উজ্জ্বলভাবে জাগিয়ে রাখার যে প্রচেষ্টা, তা শুধু সহপথিকদের অকুণ্ঠ সহযোগিতারই ঈষৎ মূল্যায়ণ মাত্র। যেভাবে মননশীল প্রবীণ সাহিত্যিকদের সঙ্গে নবীন প্রজন্মের মেধাবী তরুণ লেখকেরা তাদের সৃজনকর্মের মাধ্যমে মেলবন্ধন ঘটাতে পেরেছেন তা তুলনাহীন।
এ বছর সারস্বত জগতের বহু গুণী ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি, তাদের স্মৃতির উদ্দেশ্যে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ক’রে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ঋদ্ধতা ও হার্দিক অভিনন্দন। আগামী দিনগুলি সকলের ভালো কাটুক এই প্রার্থনা রেখে সম্পাদকীয় শেষ করলাম।
পার্থসারথী চট্টোপাধ্যায়
রঞ্জিত চক্রবর্ত্তী
(যুগ্ম সম্পাদক)
💐💐🙏🙏🙏💐💐
💐🙏🙏💐