বোদ্ধা কবিতা পাঠক
নান্টু চক্রবর্তী
কবিতা এখন লিখছে সবাই শুনেছি পড়েও অনেকে
সারকথা তার বুঝিস কি কিছু?— বললে সে বসে বেঁকে
কবিতা-কাব্য চর্চা তো ভালো পড়লে বা কি দোষ? শিল্পচর্চা বাদ দিয়ে শেষে চড়াবো বনের মোষ! কবির স্বভাব কবিতা লেখা, যা মনে আসে লেখে
হোক না কেন সে জঞ্জাল স্তুপ পাঠক তো কিছু শেখে
পাঠক আবার বড় পন্ডিত, কিছু এক মানে খোঁজে
বহু কবিতার হয়নাকো মানে— এটুকু তারাও বোঝে
তবু তো কবিতা পড়তে হবে যে, কারণ বোদ্ধা পাঠক
বুদ্ধিমত্তা, মেধা পরিচয়ে জমাতে হবে যে নাটক
কবিতা লিখতে কি দরকার ভাই শব্দ ছন্দ মাত্রা
কবির বিবেকে কলম শাসাবে, বলে অভিধান হাতড়া!
সে সব কবিতা নাই লিখলাম আমি কবি আধুনিক
নগ্ন ভাষার চাটুকারি করে ঘটাবো সে এক গিমিক
কিছু তো পাঠক আছে আমাদের, বিশারদ কবি বোদ্ধা
না বুঝেও তারা দিয়ে যাবে তালি, তারা আমাদের যোদ্ধা
তারা আমাদের ডাকবে সভায়, গোলাপের মালা গলায়
পরাবে, বলবে এসব কবিতা মনি মুক্তোই ফলায়।
কবিতার এখন বেড়েছে যে মান পাঠক করেছে স্বীকার
সবাই কি তবে মূর্খের দল? সবার ধরেছে বিকার!
আমরাই আজ কবির শ্রেষ্ঠ, থাকুক পাঠক বেঁচে
যা খুশি লিখেই জীবন কাটাব, বলো হরি বোল নেচে।
–~০০০XX০০০~–