প্রাণের আলোয়
জয়দেব রায়
আয় ভালোবাসা আয় একটু বুকের ভিতর আয়
একরত্তি অভিমান নিয়ে বলো, বেঁচে থাকা দায়।
সারারাত আকাশপ্রদীপ জ্বেলে অনন্যসুন্দর হয়ে বসে
থাকা, নক্ষত্রেরা চুপিচুপি আসে সাজানো বাগানে, রসে
বশে জেগে ওঠে দিকচক্রবাল। অজানার ডাকে বুক দুরু দুরু
করা অসমাপ্ত ছবি ভেসে ভেসে সুবোধ বাক্যে আলাপ শুরু।
তবু কোথায় যেন বিদ্যুতের রেখা চিরে চিচিংফাঁক রয়ে গেছে
সেই অকথিত প্রেম আস্বাদিত নদী দিয়ে বয়ে
একান্ত ব্যক্তিগত দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে সে কি শুধু অভিনয়
নাকি আকাশপ্রদীপ জেলে বসে থাকা সময়ের পরাজয়।
গোপনীয়তা
জয়দেব রায়
ভিজে যাচ্ছি নির্দ্বিধায় তোমার ওষ্ঠে ও চুলে
চাওয়ার বেশি দিয়েছ গোপন কপাট খুলে
ঈষৎ রক্তাভ আভাতে ভরে যাচ্ছে লজ্জার অবয়ব
মুছে যাচ্ছে, ধুয়ে যাচ্ছে সমস্ত পাপবোধের কলরব।
কতদিন পর দেখালে রাজসিক উন্মুক্ত তলোয়ার?
কোথায় লুকানো ছিল? কি করে করলে উদ্ধার?
যা দিয়ে সোহাগরাতে ছিন্নভিন্ন করেছ আমাকে
না না আমাকে নয়, আমার কামুক সত্তাকে।
–~০০০XX০০০~–