ক্ষমতা
সোমনাথ প্রামানিক
ক্ষমতার দোহাই দিও না কভু
ক্ষমতা ভিন্ন প্রকারে হয়,
কেহ ক্ষমতা লুকায়ে রাখে
ভালোবাসা হয় তার অন্তরায়।
কোন কথা কার কতটুকু লাগে
এটাই বোঝা ভীষণ দায় ,
ভগবান দেওয়ার যতটুকু দেয়
আপন করিয়া তারে নিতে হয় ।
অন্যেরে কভু করিবে না আঘাত,
জানিবে সত্য দম্ভ তাহারে কয় ।
নিছক এ ক্ষমতা ক্ষনিকের জন্য ,
সময়ে তা যে হস্তান্তর হয় ।
এপারে গড়া ওপারের ভাঙা,
একদিন তাহাও পরিবর্তিত হয়।
মায়ায় আচ্ছন্ন জগতে মোরা,
ক্ষমতা থাকিলে দাও অন্যরে বরাভয় ।
–~০০০XX০০০~–