মা আসছে
অসিত ঘোষ
আসছে আসছে মা
সাজছে সাজো প্রকৃতি
আসছে নতুন কাপড়
বাবা গেছে বাজারে
রাস্তায় দাঁড়িয়ে থাকি।
মাটির ঘর গুলি সব
করছে কাদামাটি গোলা
তার উপরে আলপনা
বছরের এই একবার।
কত রকম গুড়ের লাড্ডু
চিনির সঙ্গে নারকেল কোড়া।
মুড়কি মিঠাই আর কত কি।
ঠাকুর তলায় গিয়ে দেখি
কখন ফোটাবে চোখ।
মা বড়মা ছোটমা
ব্যস্ত সবাই বাড়তি কাজে।
আসছে আসছে মা
আর দুদিন একদিন বাকি
কাল হবে ষষ্ঠী।
ছিড়ছিরি আর কালিপটকা
গিটে বোম আর দোদোমা
চট পেতে রোদে দিয়ে বসি।
আসছে আসছে মা দুর্গা।
প্রতিবিম্ব
অসিত ঘোষ
ছেলেকে বললাম, কি এঁকেছিস?
বললো তাতো জানিনা
ভাল লাগল তাই মন থেকে আঁকলাম।
ঘুমিয়ে পড়া মানুষ স্বপ্ন দেখে
মুখ ঘুরিয়ে নিয়ে বলে
নিজের মুখটা দেখে নাও
আস্তে আস্তে যখন বুঝবে
আমি কে? কি আমার পরিচয়।
নদী যখন শুকিয়ে যায়
আবার দুকুল ভরে যায়
আবার কখনও বীভৎস
জীবন কত পরিবর্তনশীল।
বারবার প্রতিবিম্বের দিকে
চোখ মেলে দেখলে
সেই চাঁদ, সূর্য, তারা
কোন পরিবর্তন নাই।
নিজের সোজা রাস্তা
যখন বেঁকে যায়
একবার অজান্তে দেখো
কি হারিয়ে গেছে?
প্রতিবিম্ব বলে দেবে
কত সুন্দর ছিলো
সুখ ছিলো, শান্তি ছিল।
–~০০০XX০০০~–