মা আসছেন
কলমে ✍ : অনিমেষ চ্যাটার্জি
ঝাপসা ডানায় বৃষ্টি মেখে বর্ষা নিলো বিদায়,
সোনালী রোদ শরৎকে তাই আমন্ত্রণ পাঠায়।
মাঠে মাঠে কাশের সাড়া ঢাকের মুখে বোল,
নীল আকাশে সাদা মেঘের ছুটির কলরোল।
বাজে কাঁসর বাজে বাঁশি ঢাকের তালে তালে,
পদ্মকলি খুশির হাওয়ায় পাপড়ি দিল মেলে।
শাপলা শালুক আনন্দেতে খিলখিলিযে হাসে,
পুজো পুজো গন্ধে মায়ের আগমনী ভাসে।
সবুজ ঘাসে দোলে শিশির লক্ষ্য হীরের ফুল,
শিবজায়ার আসার খবর নির্ঘণ্ট নির্ভুল।
উমা আনতে হিমগিরি পাঠান স্বর্ণ রথে,
শিউলি বিছায় ভালবাসা মায়ের আসার পথে।
আসবে লক্ষ্মী আসবে গনেশ কার্তিক সরস্বতী,
উমা সাথে চালচিত্রে থাকবেন উমাপতি।
সাজছে দেখো ঠাকুর দালান মন্ডপ বারোয়ারি,
খড় কাঠামো উঠলো সেজে ব্যস্ত কুমোর বাড়ি।
শঙ্খ দিয়ে উলু দিয়ে সাজিয়ে বরণডালা,
মঙ্গল ঘট, আলপনাতে সাজছে বোধনতলা।
খোকা খুকুর নতুন জামায় সাজো সাজো রব
খুশির হওয়ায় নবপত্রিকা গাইছে দূর্গা স্তব।
খুঁজে ফিরি
কলমে ✍ : অনিমেষ চ্যাটার্জি
ভালবাসার আবেগ বিকিয়ে নীরবতা কিনেছি,
কিছু বিশ্বাসের বিনিময়ে শূন্যতা /
সুরের নিকোটিনের ধোঁয়া
রাতের অন্ধকার আর ভোর হাতড়ে
কথা খুঁজে ফেরে,
মৃত অনুভূতিদের ভিড়ে /
ল্যাপটপ সঙ্গমী ক্লান্ত চাহনিরা
ওয়ার্ক ফ্রম হোমের শরশয্যায়
তুলতুলে ঘুম খোঁজে /
ভুলের মাশুল গোনা
স্তব্ধ মানব সভ্যতাও
খোঁজার চেষ্টা করে
সুখস্মৃতির মোড়কে ঢাকা
হারানো সময়গুলো /
ভেবে রেখেছি ওগুলোর খোঁজ পেলে
আর একবার প্রেমে
ডুবে যাবো ওদের সাথে /
চুমু খাবো আর একবার প্রাণ ভরে,
আর একবার শুধরে নেব
সব নতুন করে //
–~০০০XX০০০~–