সবুজস্বপ্নের লক্ষ্য একটাই – সবুজায়ন
✍ অনিমেষ চ্যাটার্জি
সুন্দর রঙীন এই পৃথিবী,
প্রকৃতির ভালোবাসা কে নিবি?
গাছেরা দু হাতে দেয় ফুল ফল,
ঝর্ণা নদীর জল টলমল।
সবুজ স্নিগ্ধ যত ঘাস বন,
খুশিতে দেয় ভরে তনু মন।
মাথায় ধরে ছাতা নীল আকাশ,
ক্লান্তি মোছে দখিনা বাতাস।
সূর্যের আলো করে রোগ দূর,
বর্ষায় ক্ষেত জলে ভরপুর।
পাহাড়ের দল মৌন ধ্যানী
শান্তি দেয় নিবিড় বনানী।
পৃথিবী বুঝি বা মনক্ষুণ্ণ
বিশ্বপ্রাণ আজকে বিপন্ন।
হাওয়ায় বিষকণার ফিসফাস,
অক্সিজেন অভাবে রোধ নিশ্বাস।
দ্বাবানলে অরন্য জ্বলছে,
মেরুদেশে হিমবাহ গলছে।
মেঘলোক আনমনা দিশাহীন,
সাগরের জল বাড়ে দিন দিন।
হাওয়াদের ঘন ঘন ঘূর্ণি
বাড়ি ঘর সব যায় চুর্নী।
মাঠ ক্ষেত থৈথৈ ভেসে যায়
প্রলয়ের অকাল বন্যায়।
ভূমিকম্পেরও হুঙ্কার আজ
চারদিকে বুঝি মৃত্যুর সাজ।
এসো হাতে হাতে মিলে ভাই
সবুজ সংরক্ষণ করে যাই।
জলা জমি দেব না ভরাতে,
ফুল পাখিদের খুশি হারাতে।
বিশ্ব বাঁচাতে আজ করি পণ,
সবুজস্বপ্নের লক্ষ্য একটাই
সবুজায়ন।।
–~০০০XX০০০~–