আঁধার-আলো
✍ অনিমেষ চ্যাটার্জি
বহুদিন পা পড়ে নি নীল সবুজের চৌহদ্দিতে।
শেষ বার যখন কাক ডাকা বিকেলের
মায়াবী রোদ্দুরে ভেজা ঘাসে পা ডুবেছিল,
জলের বুকে ছায়া জেগেছিল,
তখন মুখোমুখি ঋজু ভঙ্গিমায় ছিল প্রশ্নচিহ্ন,
আর ঠিক প্রশ্নচিহ্নের মুখোমুখি ঝুঁকে আমি।
ভেপার ল্যাম্প আর নিয়ন আলোর সংকেতে
আদিগন্ত শহুরে গ্রীষ্মের সাঁঝ
ক্লান্ত পাখিদের ডানা ছুঁয়ে,
সংক্রমিত হচ্ছিল পাতায় পাতায়,
তারার আলোয় ক্রমশ তলিয়ে যাচ্ছিলাম
আগামীর গা ছমছমে অন্ধকারে।
বাঁচার আশায় ভোরাই রশ্মির সন্ধানে
আঁধার হাতড়ে চলেছিলাম ডুবুরির মতো,
যদি তল বা বেরনোর পথ পাওয়া যায়।
এমন গল্পকথা তো অনেকেই জানে,
কিন্তু যেটা জানে না, তা হলো
” যারা চেষ্টা করে তারা হারে না “।
তাই আঁধার ফিরে ফিরে আসে,
তবু আলোয় ঘেরা সকাল মরে না।
–~০০০XX০০০~–
ছবি সৌজন্য : অন্তর্জাল