হয়তো !!
নন্দিতা চক্রবর্ত্তী
——————-
আসবে দেবী আলোর খেয়া বেয়ে
থরে থরে শিউলি ফোটে বনে
নীল আকাশে সাদা মেঘের আঁচল
সোনার সুতোয় স্বপ্ন রাখে বুনে।
কাশের ঝাঁক সুরের দোলায় দোলে
বাতাস তাদের কি গান শোনায় এসে
অকারণেই হাসছে জগৎ যেন
প্রাণের মাঝে কি ঢেউ এসে মেশে!!
জলের বুকে কাঁপন জাগায় হাওয়া
পদ্ম পাতায় শিশির টলমল।
প্রজাপতির পাখনা থেকে ঝরা
রঙের খেলায় প্রকৃতি ঝলমল।
পদ্ম ফুলের মধুর লোভে লোভে
ভ্রমর কেমন ঘুরছে ফুলের পাশে
তারই ডাকে পাপড়ি মেলে কুঁড়ি
দু চোখ মেলে মিষ্টি হাসি হেসে।
তুমি শুধুই দূরে দূরে থেকে
এমনি আমায় কাঁদাও বারে বারে।
আমার ব্যথা জাগায় নতুন সুর
কাঁপন জাগায় বিশ্ববীণার তারে।
হয়তো আমি থাকবো না আর যেদিন
আমায় তুমি খুঁজবে এমন করে
তোমার মনের ব্যাকুল ব্যথার সুর
হয়তো বাঁশি রাখবে তারে ধরে।
–~০০০XX০০০~–