স্বপ্ন
****
মঞ্জুলিকা রায়
আমি সাধারণত স্বপ্ন দেখি না, আমার সবচেয়ে প্রিয় বিনোদন জেগে স্বপ্ন দেখা মানে আগডুম বাগডুম কল্পনা করতে বড্ড ভালোবাসি।
এইসব করতে করতে রাত গভীর হয় আর নিদ্রাদেবীর কোলে কখন যে টুপ করে ঢলে পড়ি তা নিজেই বুঝি না। ভোরবেলাও কখনো স্বপ্ন টপ্ন দেখি না।।
স্বপ্ন কেন দেখি না সেই ব্যাপারে আমার একটা থিওরীও আছে। আমি যার সাথে বেড শেয়ার করি তিনি স্বপ্ন দেখার ইজারা নিয়ে রেখেছেন। তিনি রোজ রোজ এতো স্বপ্ন দেখেন যে স্বপ্নরা তাকে ডিঙিয়ে আমার কাছে ঘেঁষতেই পারে না। লম্বা লম্বা হাত দিয়ে স্বপ্নকে ক্যাঁক করে গ্রেফতার করে নিজের মধ্যে ঢুকিয়ে নেন।
সেইসব স্বপ্নে আবার প্রচুর বিনোদন রয়েছে মানে ফ্রীতে পুরো একটা হিন্দি সিনেমা দেখে নেন। তাঁর স্বপ্নে ডাকাত, ট্রেন, আরও কতো কিছু নিয়ে পুরো জগঝম্প ব্যাপার স্যাপার থাকে। সুন্দরী নায়িকা তাতে থাকেন কিনা সেটি কখনো বলেন নি তবে বললেও আমার যে কিছুই আসবে যাবে না সেটা তিনি ভালোই জানেন। চোর ডাকাত দেখে তাঁর বীরত্ব জাগে এবং হাত পা ছুঁড়ে বীরত্ব দেখাতে গিয়ে পায়ে বহুবার চোটও খেয়েছেন।
যাই হোক, আমি ভীরু মানুষ, অতো বীরত্ব আমার সয় না বলে আমি নিরাপদ দূরত্ব তৈরি করে খাটের এক কোনায় এক ফুটের মধ্যেই আমার রাজ্যপাটকে সীমিত রাখি।
এতো ভ্যানতারা কেন গাইছি সেটাই মোদ্দা কথা। আজ একদম ভোরে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম, আমি রুবীর মোড়ে দাঁড়িয়ে আছি মানে ওই যেখান থেকে অটোগুলো ছাড়ে ঠিক সেইখানটায়। শেষ বিকেলের আলো মেখে চারপাশ কেমন রঙিন হয়ে উঠেছে। আশেপাশে প্রচুর লোকজন, সবার মুখই আলো ঝলমলে, দুঃখহীন, যেন কোনো উৎসব শুরু হতে চলেছে।
হঠাৎ খেয়াল হলো, আরে আশেপাশের কেউ তো কোনো মাস্ক পরে নি, চারদিকে মানুষের মুখই দেখতে পাচ্ছি। গত দেড় বছর ধরে শুধু জোম্বিদেরই দেখেছি, শুধু শরীর যার মুখ, মাথা ঢাকা, মুখের সামনেটা আবার একটা প্লাস্টিকের অস্বচ্ছ শিল্ডের আড়ালে। যেন কোনো মৃত নগরীর নাগরিক আমরা সবাই। চোখে চোখ পড়ে নি সাধারণত, আর যদি কদাচিৎ কখনো কারুর চোখ দেখতে পেয়েছি তবে সে চোখ মৃত মানুষের চোখের মতো নিষ্প্রভ, মলিন।
আজ সেখানে খুশি খুশি আনন্দিত মুখ দেখে মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হলো, আবার একটু চিন্তাও হলো যে একি এতো লোকজন বিনা মাস্কে রয়েছে, না-জানি আবার কোন বিপদ ঘটে!
পাশে দাঁড়ানো একটা লোককে জিজ্ঞেস করি ” এতো মানুষ বিনা মাস্কে কেন বাইরে বেরিয়েছে? “
লোকটি বলে ” আরে আপনি টিভির খবর শোনেন নি? আজ সকালেই WHO ঘোষণা করেছে যেমন হঠাৎ করোনা এসেছিল তেমনি হঠাৎ করে করোনা চলেও গিয়েছে।
পৃথিবী এখন সম্পূর্ণভাবে করোনা মুক্ত।
ঘুম ভেঙে গেল, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়! এই স্বপ্নটা কবে সত্যি হবে নাকি আমারই বিদায় নেবার সময় এসেছে তাও জানি না তবে এই স্বপ্নকে সাকার করার জন্য যদি আমার মতো অকিঞ্চিকর দুই-একজনকে যেতেও হয় তাতে দুঃখই বা কিসের!
পৃথিবী অন্তত আবার হাসুক, স্বাভাবিক হোক। এই স্বপ্ন দেখার জন্য দু-হাত বাড়িয়ে রেখেছি।
–~০০০XX০০০~–