মহাকালের খেয়া
রণজিৎ মন্ডল
কালের খেয়াতে বয়ে নিয়ে
যাবো যত মোর আছে বেদনা,
পিছুডেকে আর আমায় তুমি
মিছে মায়ায় ডেকো না!
কত এলো গেল, রয়ে গেলে তুমি
করনি কোন ছলনা,
কেমনে বিদায় জানাবো তোমায়
শেষের দিনে বল না!
এ শরীর এক প্রাণের খাচা, মনটারে
কেউ দেখে না,
ভালোবাসা কি যে বুঝিনি কখনো
তোমা বিনা কারো জানি না!
আজ হতে বল কতদিন আগে এসেছ
এ মনে বল না,
সবকিছু আজ আঁধার দেখি শেষ কেন
শুরু হল না!
শুরু থেকে শেষ এ কেবল জানি, শেষ
থেকে শুরু কর না!
বড় ব্যথা নিয়ে তোমাকে হারিয়ে
যেতে হবে কোথা জানি না,
মহাকালের ঐ শেষ খেয়াতে চল ভেসে
যাই দুজনা।
–~০০০XX০০০~–