চাহিদা
ডঃ ভিক্ষু রতনশ্রী
এত চাহিদা! চারদিকে হাহাকার
মানুষের আত্ম চিৎকার
মৃত্যুমিছিল ঘিরে
স্বজনহারা মানুষ অতিশয় কাতর
ভীত, ত্রস্থ, আতঙ্কিত
নিরাপত্তাহীন।
কাউকে ছোঁয়া যায় না
কারণ সে সঙ্ক্রমিত
উহ্ কি অসহ্য যন্ত্রণা!
এত কিছুর পরেও চাই, আরও চাই
সন্তুষ্ট নয়, যা আছে তার প্রতি
জীবনের মায়া ত্যাগ করে
মানুষ ছুটে চলেছে সামনের দিকে
মুখে নেই মাক্স, পকেটে নেই স্যানিটাইজার
চাহিদার নেশায় সবকিছু বিস্মৃত
নিজেও মরবে আর অন্যকেও মারবে।
কাউকে বাড়তে দেওয়া যায় না
অর্থে, বিত্তে, জ্ঞান গরিমায়
আমিত্বে অন্ধকার দৃষ্টি
তবুও অসতর্ক, অসচেতন ও অপরিচ্ছন্ন
শুধু একটাই শ্লোগান,” মানছি না মানবো না”
মরবো তবে কিন্তু অর্থ চাই, সুরক্ষা চাই।
সীমাবদ্ধ মানুষের সীমাহীন চাহিদা
অন্তহীন আকাঙ্খা পিছনে তাকনো দায়
চাহিদা সকলকে কুঁড়ে কুঁড়ে খায়
অনন্ত সংসার মাঝে।
–~০০০XX০০০~–