চালাক-চতুর ছেলে!
রাখা যায় দূরে ঠেলে?
প্রেমাঙ্কুর মালাকার
বাড়ি ভাড়া দেবে,নোটিশ লাগায়,
নোটিশেই লেখা আছে-
ছোট ছেলেমেয়ে, নেই পরিবারে,
ভাড়াযে তাদের কাছে!
ছ’সাত বছুরে, ছেলে এসে বলে,
আমি ভাড়া নিতে চাই-
শর্ত মেনেই, বলছি আমার,
ছোট ছেলেমেয়ে নাই!
থাকার মধ্যে, বাবা-মা ই আছে,
বড়ো হয়ে গেছে তারা-
ওরা দুজনেই, চাকরি করেন,
আমি দেবো মাস ভাড়া!
বাড়িওলা বলে, ভাড়াতো দেবোনা,
তুমি বাপু নাবালক-
পিছে বাবা মা-ই, মেটাবে আমার,
ভাড়াটে হবার শখ!
ছেলে বলে কাকু, আমার নামেই,
প্রতিমাসে হবে বিল-
সেই কথা শুনে, বাবা-মা উভয়ে,
হেসে ওঠে খিল খিল!
যেই পরিবারে, রয়েছে এমন,
চালাক-চতুর ছেলে-
তাদের এবাড়ি, ভাড়া না দিয়েকি?
রাখা যায় দূরে ঠেলে?
–~০০০XX০০০~–