উতল হাওয়া
মৃনাল কান্তি বাগচী
আজ প্রাতে উতল হাওয়ায়
মন উঠেছে মোর মেতে,
বন্ধু আমার, সখা আমার
আসবে ফিরে আজি গহীন রাতে।
সুখে দুঃখে সে হবে মোর
সারা জীবনের সাথী,
মোর আঁধার ঘরে জ্বালবে
সে ভালোবাসার বাতি।
সুখের দিনে,দুঃখের দিনে
সে থাকবে মোর পাশে পাশে,
জীবন আমার ধন্য হবে
তাকে নিজের করে ভালোবেসে।
মোর আশার প্রদীপ উঠবে জ্বলে
তারি ভালোবাসার ছোঁয়ায়,
তাকে নিয়ে হারিয়ে যাবো
ভালোবাসার নীল দরিয়ায়।
বসন্তের নবীন হাওয়ায়
হারিয়ে যাবো মোরা,
মনের পারিজাত বনে দেখবো
হরেক রকম প্রজাপতি ওড়া।
সুখে দুঃখে তাকে নিয়ে
কাটবে মোদের দিন,
মোর জীবনের সকল আঁধার সরে গিয়ে
জীবন হয়ে উঠবে রঙিন।।।
———– ++++++ ———-