“আমার প্রেম”
আগন্তুক
আমি প্রেমে পড়েছি!পড়েছি বার বার..
প্রেমে পড়েছি শ্রাবণের বৃষ্টি ধারার ।
প্রেমে পড়েছি শরতের সান্ধ্য তারার,
ভোরের হাওয়ায় ভাসা পাখিদের কলতানতার,
সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দুর মুক্তধারার।
প্রেমে পড়েছি ঝরা পাতার ক্রন্দনের মাঝে
নিত্য নূতন সৃষ্টির সূচনার ।
প্রেমে পড়েছি অক্লান্ত পরিশ্রমের সফলতা ব্যর্থতার,
সুখ দুঃখে প্রিয়র স্পর্শের,গভীর মায়ার।
প্রেমে পড়েছি একাকীত্বের মাঝে স্বপ্ন দেখার !
প্রেমে পড়েছি হৈ হুল্লোরে সব্বার সহিত মিশে থাকার।
প্রেমে পড়েছি উল্থান পতনের মাঝে রুপান্তরের
সাক্ষী রওয়ার।
প্রেমে পড়েছি তোমার অশ্রুঝরা আঁখির সহিত
হাসিতে ভরা মিষ্ট আভার।
প্রেমে পড়েছি নিজস্বতার,প্রাণস্পন্দনে মেতে উঠি,
প্রকৃতির শোভায় বিলিনতার।
প্রয়োজনে অপ্রয়োজনে প্রেমে পড়েছি সব্বার ।
প্রেমে পড়েছি বার বার সহস্র বার ।
কখনো পাবার আনন্দে,কখনো বা ভয়ে হারাবার।
হ্যা আমি প্রেমে পড়েছি ,প্রেমে পড়েছি বারে বারে।
জীবন তরী দিতে পারি কান্ডারী সাজিবারে ।।
–~০০০XX০০০~–