নষ্ট প্রেমের কষ্ট পেলাম
*******************
✒ মনীষা (নভশ্রী)
সত্যি আজও হয় নি জানা,
কেন আমার হোলো এমন ।
এই পৃথিবীর কেউ জানে না
কোন পথে বাঁক নেবে জীবন ।
কেন চলা আমার অন্তবিহীন?
দিনকে ছুঁয়ে রাত আসে না।
ভেতর মহল রয় উদাসীন
রাতের প্রেমে ভোর হাসে না।
কবে থেকে হাঁটতে হাঁটতে
কত না পথ পেরিয়ে এলাম ,
প্রখর রোদে, দারুণ শীতে
নষ্ট প্রেমের কষ্ট পেলাম।
কেউ হয়নি আমার পথের সাথী,
কেউ ডাকেনি পিছন থেকে,
আঁধারে জ্বেলে দেয়নি বাতি
তৃষ্ণার জল দেয়নি ডেকে।
এই হাতে কেউ হাত রাখেনি,
রয়েই গেছে দু হাত খালি,
পুড়ে গেছে কেউ দেখে নি
“বুকের ভেতর গেরস্থালি।”
কেউ বোঝেনি , শ্রান্ত আমি ,
কেউ বলেনি ,’একটু বোসো’।
আসার সময় চোখের জলে
বলেনি কেউ ‘আবার এসো’।
উথাল পাথাল ভালোবাসায়
লণ্ডভণ্ড হ’তে হ’তে,
কেটেছে দিন বিফল আশায়
থাকেনি কেউ প্রতীক্ষাতে।
বুকের খাঁচায় অবুঝ পাখি
কেঁদেই গেল কবে থেকে,
সেই কান্না ভেজা ডাকাডাকি
বৃথাই গেলো , কে বুঝবে তাকে?
‘ ভালো থেকো ‘ কেউ বলেনি
বলেনি কেউ ‘ সুখেই থেকো ‘।
কষ্টে কারুর মন গলেনি,
কেউ বলেনি, ‘ দুঃখে ডেকো ‘।
তবুও সকল ব্যথার আগুন স’য়ে
নিজের চাওয়াটুকু পুড়িয়ে নিলাম।
পবিত্রতায় ভেতর ধুয়ে
প্রত্যাশা-প্রেম পেরিয়ে গেলাম।
নিঃস্ব হ’য়ে, রিক্ত হ’য়েও
আজও বন্ধুর পথ পেরিয়ে আসি,
সর্বস্বান্ত হ’য়ে গিয়েও
বলতে এলাম …………..
‘ ভালোবাসি ‘।
(বহুদিন আগে লিখেছিলাম এই লেখাটি।
কোথাও পড়া একটি কবিতা…. মন ছুঁয়ে ছিলো মরমী আত্মজনের মতো।
দুর্ভাগ্যবশত কবির নাম পাইনি। আমার এই লেখাটি সেই কবিতার ছায়াঋণ স্বীকার করে আমার অজানা কবির প্রতি আনত চিত্তে, বিনম্র শ্রদ্ধায় ..)
–~০০০XX০০০~–