এবার না দিলে,অন্য পাওনাদার –
জানাবো আমার মেটালেন সব ধার!
প্রেমাঙ্কুর মালাকার
পাওনাদারটি, একদা গেলেন,
ঋণ-গ্রহিতার কাছে-
-আপনি কি দেনা, কিছু মেটাবেন?
বহু টাকা ধার আছে?
-এখন তো কিছু, পারছিনা দিতে!
দেবো যে আগামী মাসে-
-কতোদিন ধরে, ঘুরিয়ে মারেন?
আশ্বাসে আশ্বাসে!
-এবার না দিলে! আমি আপনার,
অন্য পাওনাদার-
-সবাই কে গিয়ে, জানাবো আমার,
মেটালেন সব ধার!
-তখন কি হবে? ভেবেই দেখুন!
একবার বিলকুল!
পাওনাদাররা, ঝেঁটিয়ে আসবে!
ছিঁড়তে মাথার চুল!
এই হুমকিতে, ওষুধ ধরলো!
বলে নিন কিছু টাকা-
আগামী মাসেই, সব শোধ দেবো!
এই হলো কথা পাকা!
–~০০০XX০০০~–