অভিলাষ
মৃনাল কান্তি বাগচী
একটিবারে দেখলেনা তুমি আমায় ছুঁয়ে,
আজও আছি তোমার পথ পানে চেয়ে।
চেয়ে চেয়ে তৃষিত আঁখি হয়েছে ক্লান্ত,
তোমায় পাওয়া তরে অশান্ত মন মোর হয়নি আজও শান্ত।
অশান্ত হৃদয় বারে বারে খোঁজে ভালোবাসার মানুষকে,
ভালোবাসার মানুষ দেয়না সাড়া, সে থাকে দূরে।
দূর নয় সে দূর, সেতো হৃদয়ের কাছাকাছি,
তুমি আমায় ভালো না বাসলেও,আমি তোমায় ভালবাসি।
দূর সীমানা পেরিয়ে মন চলে যায় ভালোবাসার মানুষের কাছে,
মনের নেই কোন সীমানা,আপন জনের পাওয়ার ইচ্ছে নয় কভু মিছে।
যদিও সে ইচ্ছে কখনো কখনো হয়না পূরণ,
তবুও ভালোবাসার হয়না কখনো মরন।
ভালোবাসা চিরকাল বেঁচে থাকে হৃদয় মাঝে,
ভালোবাসার মানুষকে মন খোঁজে সকাল সাঁঝে।।।
–~০০০XX০০০~–